Logo

সারাদেশ

মণিরামপুরে আরএমও’র বেতন উত্তোলনে ঘরভাড়া ফাঁকির অভিযোগ

Icon

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৬:১৭

মণিরামপুরে আরএমও’র বেতন উত্তোলনে ঘরভাড়া ফাঁকির অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হুমায়ুন রশীদের বিরুদ্ধে সরকারি বাসভবন ‘জরাজীর্ণ’ দেখিয়ে ৪০ শতাংশ ঘরভাড়া ফাঁকির অভিযোগ উঠেছে।

অথচ সরেজমিনে দেখা গেছে, ভবনটি সচল, ব্যবহার উপযোগী এবং এখনো সেখানে এয়ার কন্ডিশনার (এসি) রয়েছে।

জানা যায়, ডা. হুমায়ুন রশীদ ২০২৩ সালের ১৩ জুলাই আরএমও হিসেবে যোগ দেন। তার জন্য বরাদ্দ সরকারি বাসভবনটি ২০২০ সালে সংস্কার করা হয়।

যদিও তিনি এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমদ ফয়সাল কেউই সরকারি বাসভবন ব্যবহার করেন না।

সম্প্রতি ডা. ফাইয়াজ আহমদের আবেদনের ভিত্তিতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ১ জুন আরএমওর বাসভবনকে জরাজীর্ণ ও ব্যবহারের অনুপযোগী উল্লেখ করে প্রত্যয়ন দেন। অভিযোগ রয়েছে, এই প্রত্যয়নপত্র দেওয়া হয় সরেজমিন পরিদর্শন ছাড়াই।

তবে পরিদর্শনে দেখা গেছে, ভবন দুটি মেরামত ছাড়াই ব্যবহার উপযোগী অবস্থায় রয়েছে। এমনকি আরএমওর ভবনে এখনও এসি বিদ্যমান।

এদিকে ডা. হুমায়ুন রশীদ বর্তমানে উচ্চতর প্রশিক্ষণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিয়েছেন। তিনি দাবি করেন, বাসভবনটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় ১৭ মাসের বকেয়া বেতন ঘরভাড়া কর্তন ছাড়া উত্তোলনের আবেদন করেছেন।

তথ্যানুসন্ধানে জানা গেছে, প্রতিমাসে ১১,২৪০ টাকা হারে ১৭ মাসের ঘরভাড়া বাবদ প্রায় ১ লাখ ৯১ হাজার টাকা ফাঁকি দিয়ে বেতন উত্তোলনের চেষ্টা করছেন তিনি।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাইয়াজ জানান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রত্যয়ন অনুযায়ী বাড়িভাড়া কর্তন ছাড়াই বেতন দেওয়ার সুপারিশ করা হয়েছে।

তবে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘বাড়িভাড়া কর্তন ছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বেতন প্রদান সম্ভব নয়।’

জাহাঙ্গীর আলম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্নীতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর