Logo

সারাদেশ

ঝুঁকিপূর্ণ বালিয়া-চৌহাট সেতুর রেলিং দ্রুত সংস্কারের দাবি

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৬:২৪

ঝুঁকিপূর্ণ বালিয়া-চৌহাট সেতুর রেলিং দ্রুত সংস্কারের দাবি

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার ধামরাই উপজেলার বালিয়া-চৌহাট সংযোগ সেতুর একটি অংশের রেলিং ভেঙে প্রায় এক দশক ধরে ঝুলছে।

প্রতিদিন শত শত যানবাহন ও পথচারী সেতুটি ব্যবহার করলেও ভাঙা রেলিং মেরামত হয়নি। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।

প্রায় দেড় যুগ আগে ব্যক্তি উদ্যোগে নির্মিত এই প্রায় ৩০০ ফুট লম্বা সেতুটি বংশী নদীর ওপর নির্মিত। নৌকা বাইচ চলাকালীন রেলিংয়ের পাশে ভিড় করার কারণে প্রায় ২৫-৩০ ফুট অংশ ভেঙে পড়ে এবং ঝুলতে থাকে।

সরেজমিনে দেখা যায়, বালিয়া বাজারের দিকে থেকে সেতুতে ওঠার পর মাত্র ১০ ফুট যাওয়ার পরই ভাঙা অংশ শুরু হয়। রেলিং না থাকায় যানবাহন ও পথচারীদের অতিরিক্ত সতর্কতা নিয়ে চলতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম জানান, ‘নৌকা বাইচের সময় অনেক মানুষ পড়ে গিয়েছিল, কেউ হাত-পা ভেঙেছিল। এখনো ঝুঁকিপূর্ণ জায়গা।’

ব্যবসায়ী রাজন আহমেদ বলেন, ‘এই সেতু ধামরাই থেকে মির্জাপুরের যোগাযোগের প্রধান পথ। দীর্ঘদিন ভাঙা রেলিং ঝুলে আছে, মেরামতের কোনো উদ্যোগ নেই।’

অটোরিকশা চালক আবুল কালাম বলেন, ‘ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে, বড় দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে।’

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুন হাসান অনীক জানান, ‘সেতুটি পরিদর্শন করে দ্রুত মেরামত কার্যক্রম নেওয়া হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর