
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঘরে ঢুকে কলেজছাত্রকে জবাই করে হত্যা। ছবি : বাংলাদেশের খবর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে এক কলেজছাত্রকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন নিহতের চাচা।
রোববার (১৩ জুলাই) দুপুরে ঘটনাস্থল থেকে মাসুদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মাসুদ প্রামানিক (১৮) মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি গ্রামের সম্রাট প্রামানিকের ছেলে। তিনি তেঘরিয়া শাহেদ আলী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গুরুতর আহত রুবেল প্রামানিক একই গ্রামের আলতাফুর প্রামানিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মাসুদ ও আহত রুবেল উভয়েই সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, শনিবার রাতে মাসুদ ও রুবেল বাড়িতে একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মাসুদকে জবাই করে হত্যা করে। এ সময় রুবেলকেও ছুরিকাঘাত করা হয়। তার অবস্থা গুরুতর।
তিনি আরও বলেন, খবর পেয়ে রোববার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মাসুদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আহত রুবেলকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মেহেদী হাসান/এমবি