ভূমি অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বগুড়ায় বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৬:৪১
-68738d6778200.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার গাবতলীতে ইউনিয়ন ভূমি অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নেপালতলী ও সুখানপুকুর ইউনিয়নের কয়েকশ গ্রামবাসী।
রোববার (১৩ জুলাই) দুপুরে শহরের সাতমাথায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেন নেপালতলী ও সুখানপুকুর ইউনিয়নের অন্তত ৩৪টি গ্রামের অর্ধসহস্রাধিক নারী-পুরুষ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নেপালতলী ইউনিয়নের বাসিন্দা আবদুল মোমিন। বক্তব্য দেন মহিদুল ইসলাম, সাইদ হোসেন, শফিকুল ইসলাম, আতিক হাসান, সিকতা কাজল, রঞ্জনা বেগম ও মো. বাদল।
বক্তারা জানান, প্রায় ৪০ বছর ধরে কদমতলীতে ইউনিয়ন ভূমি অফিস অবস্থিত। এখান থেকেই নেপালতলী ও নবগঠিত সুখানপুকুর ইউনিয়নের অন্তত ৪৫টি গ্রামের মানুষ ভূমিসেবা পেয়ে আসছেন।
কিন্তু সেবাগ্রহীতাদের মতামত না নিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভূমি অফিস ইউনিয়নের এক প্রান্তে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা বৈষম্যমূলক ও অমানবিক।
তাদের বক্তব্য, এই স্থানান্তরের ফলে ১১টি গ্রামের মানুষের সুবিধা হলেও বাকি ৩৪টি গ্রামের মানুষকে পড়তে হবে চরম দুর্ভোগে।
এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে ২১ এপ্রিল জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে জেলা প্রশাসক (যুগ্মসচিব) হোসনা আফরোজা বলেন, ‘নেপালতলী ইউনিয়ন ভূমি অফিস স্থানান্তরের সিদ্ধান্ত আপাতত বাতিল করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যেসব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো, সেসব সুবিধাজনক স্থানে ভূমি অফিস স্থাপন করা হবে।’
এআরএস