Logo

সারাদেশ

বান্দরবানে মাইন বিষ্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৬:৫৬

বান্দরবানে মাইন বিষ্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় স্থল মাইন বিষ্ফোরণে মো. হোসেন (৪০) বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্ত এলাকায় স্থল মাইন বিষ্ফোরণে মো. হোসেন (৪০) নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৪১ ও ৪২ নম্বর পিলারের মাঝামাঝি নোম্যান্সল্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

আহত হোসেন কক্সবাজার জেলার উখিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নোম্যান্সল্যান্ড এলাকায় বাঁশ কাটতে যান মো. হোসেন। এ সময় সীমান্তে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরিত হলে তার বাম পায়ের নিচের অংশ উড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, স্থল মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর পেয়েছি।

সোহেল কান্তি নাথ/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সীমান্ত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর