জিনারদী রেলস্টেশনে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৬:৫৭
-687391233a83c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীর পলাশে জিনারদী রেলস্টেশনে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জুলাই) দুপুরে রেলস্টেশনের প্ল্যাটফর্মে জিনারদী, পাঁচদোনা ও শীলমান্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পলাশ থানা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান। বক্তব্য দেন পলাশ থানা যুবদলের যুগ্ম সম্পাদক মাসুদ খান, জিনারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী, জিনারদী ইউনিয়ন যুবদলের সভাপতি রাজিউদ্দিন আহমেদ রাজু, জিনারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহসভাপতি সিদ্দিকুর রহমান ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফোরকান পাঠানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, জিনারদী রেলস্টেশনটি অঞ্চলটির একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন। এখানে উৎপাদিত কলা ও সবজি ঢাকায় রপ্তানি হয়। তাই নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতি দেয়া অতিদ্রুত জরুরি।
ট্রেন যাত্রাবিরতি দিলে তিনটি ইউনিয়নের মানুষের ব্যবসা-বাণিজ্য ও জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। তারা রেল মন্ত্রণালয়ের বিশেষ মনোযোগ কামনা করেন।
সুমন রায়/এআরএস