Logo

সারাদেশ

শৈলকুপার আ.লীগ নেতাকে ডিবি পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৪

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৭:০৩

শৈলকুপার আ.লীগ নেতাকে ডিবি পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৪

শামীম হোসেন মোল্লা। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লাকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করার অভিযোগ উঠেছে।

রোববার (১৩ জুলাই) ভোররাতে ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি মাসুম খাঁন জানান, শনিবার রাতে শামীম মোল্লাকে তার সিএনজি পাম্প থেকে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।

অপহরণকারীরা তার পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। খবর পেয়ে জেলা পুলিশের বিভিন্ন টিম অভিযান চালিয়ে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাকে উদ্ধার করে। আটক চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শামীম হোসেন মোল্লা জানান, শনিবার রাতে কাজ শেষে নিজের গ্যাস পাম্পে বসেছিলেন। রাত ১১টার দিকে সাদা পোশাকে কয়েকজন মাইক্রোবাসে এসে ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। অজানা জায়গায় ফেলে রেখে অপহরণকারীরা তার পরিবার থেকে ৫০ লাখ টাকা দাবি করেছে। পরে পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরেছেন বলে জানান তিনি।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর