Logo

সারাদেশ

তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৭:০৮

তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় তুরাগ নদীর ব্রিজসংলগ্ন এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে স্থানীয় লোকজন নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের প্রস্তুতি নেয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মরদেহ উদ্ধারে কাজ চলছে। নৌ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। ধারণা করা হচ্ছে, মরদেহটি টাঙ্গাইল জেলার কাছাকাছি এলাকা থেকে ভেসে এসেছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।

দেলোয়ার হোসেন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর