Logo

সারাদেশ

রংপুরে ছাত্র আন্দোলনে হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৭:৫২

রংপুরে ছাত্র আন্দোলনে হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ইফতেখারুল ইসলাম শুভ। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভ (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) রাতে নগরীর সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুর মহানগরের মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, জুলাইয়ে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আহত মামুনুর রশিদ মামুন, জয়নাল আবেদীন বাপ্পী, রমজান আলী ও শহিদুল ইসলাম পৃথক চারটি মামলা করেছেন। এসব মামলায় শুভকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর