Logo

সারাদেশ

গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে চালকের মৃত্যু

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৮:০৪

গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে চালকের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল পটুয়াখালীর দশমিনা উপজেলার যোতা এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, ঢাকা থেকে বরিশালগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাকিল গুরুতর আহত হন।

তাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর