Logo

সারাদেশ

চাঁদপুরে টাকা নিয়ে কনে দেখাতে ব্যর্থ হওয়ায় ঘটককে পানিতে চুবিয়ে হত্যা

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৮:১১

চাঁদপুরে টাকা নিয়ে কনে দেখাতে ব্যর্থ হওয়ায় ঘটককে পানিতে চুবিয়ে হত্যা

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের মতলব উত্তরে ঘটক হাবিব উল্লাহ (৫০) হত্যার অভিযোগে বর কামাল মীরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাত্র ১০ হাজার টাকায় কনে দেখাতে ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটায় অভিযুক্ত। পুলিশ একটানা ২১ ঘণ্টার অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে। 

রোববার (১৩ জুলাই) দুপুরে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব প্রেস ব্রিফিংয়ে জানান, ১১ জুলাই মতলব উত্তর উপজেলার গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে অজ্ঞাত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মৃতের পরিচয় মেলে পুটিয়ারপাড়ের মনোয়ারা বেগম মনুর স্বামী হাবিব উল্লাহ হিসেবে। নিহতের স্ত্রী অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন।

গ্রেপ্তার কামাল মীরা বরিশালের চরমোনাই রাজারচর গ্রামের মৃত খালেক মীরার ছেলে। তিনি ডেমরার কোনাপাড়ায় একটি প্রেসে নৈশপ্রহরীর কাজ করতেন। জিজ্ঞাসাবাদে জানায়, নারায়ণগঞ্জের মুরাদপুর এলাকায় চায়ের দোকানে আড্ডায় হাবিব উল্লাহর সঙ্গে তার পরিচয় হয়। হাবিব তাকে দ্বিতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজে দেওয়ার কথা বলে দুই দফায় ১০ হাজার টাকা নেন।

১০ জুলাই সন্ধ্যায় তারা শাহ্ সোলেমান লেংটার মাজার ঘুরে গোপালকান্দি এলাকায় যায়। রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হয়, দুজনই পুকুরে পড়ে যান। কামাল মীরা লাথি মেরে ও পানিতে চুবিয়ে হাবিবকে হত্যা করে পালিয়ে যায়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার ছাত্রলীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর