যারা সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই ষড়যন্ত্রে লিপ্ত : নাহিদ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৮:১১

পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : বাংলাদেশের খবর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে, তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।
রোববার (১৩ জুলাই) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশনের রাজনীতি করতে চায়—বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় দিয়েছে, সেভাবেই তাদেরও বিদায় করবে।
তিনি বলেন, স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নেই যা তারা করেনি। একটি দল মনে করে, শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে। হাসিনাও তাই মনে করতেন। বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে। কিন্তু তার সিস্টেম রয়ে গেছে।
সমাবেশের আগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির নেতাকর্মীরা সার্কিট হাউস থেকে সিও অফিস হয়ে শহর প্রদক্ষিণ করেন। পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পদযাত্রার সমাপ্তি ঘটান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপি সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র ডেপুটি সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, বরিশাল ও পিরোজপুর জেলার নেতৃবৃন্দ ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যরা।
সৈয়দ বশির আহম্মেদ/এমবি