Logo

সারাদেশ

মানিকগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৮:১৭

মানিকগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

নিজ মেয়েকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (৪৫) নামে এক পিতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ আগস্ট রাতে মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় ভাড়া বাসায় নিজের ৯ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন আনোয়ার। পরদিন শিশুটি মাকে জানালে, তিনি স্বামী আনোয়ারের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি পুলিশ আনোয়ারের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষের পিপি হুমায়ুন কবির বলেন, ‘শিশুটি নিজেই আদালতে জবানবন্দি দিয়ে ফাঁসির দাবি করেছিল। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছেন।’

মানবাধিকারকর্মীরা এই রায়কে দৃষ্টান্তমূলক বলে উল্লেখ করে শিশুটির দ্রুত মানসিক পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

আফ্রিদি আহাম্মেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার মামলা আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর