প্রকাশ্যে অস্ত্র মিছিল : আলফাডাঙ্গায় আ.লীগ সভাপতি গ্রেপ্তার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৮:২৫

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোহেল চৌধুরী আহাদ (৪২) গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোহেল চৌধুরী আহাদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোহেল চৌধুরী আহাদ আলফাডাঙ্গা সদর ইউনিয়নের দরুণা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে।
আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপি-সমর্থক দিনমজুর লাভলু সর্দার। এছাড়া মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সোহেল চৌধুরী আহাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। এরপর ১৩ আগস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আলফাডাঙ্গা সদর বাজারে অস্ত্র মিছিল করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই মিছিলে সম্মুখভাগে থেকে স্লোগান দেন সোহেল চৌধুরী আহাদ। তবে এ ঘটনায় পরবর্তীতে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হলেও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এজাহারভুক্ত আসামির তালিকা থেকে তার নাম বাদ পড়ে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এছাড়াও তিনি পতিত আওয়ামী লীগ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের ঘনিষ্ঠ অনুসারী পরিচয় দিয়ে নিজ ইউনিয়নে প্রভাব বিস্তার করতেন। সোহেল চৌধুরী আহাদ সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের ভ্যানচালক আজিজার শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তবে তিনি এ মামলায় আদালত থেকে জামিনে ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
এমবি