Logo

সারাদেশ

মির্জাপুরে হত্যা মামলায় ৩ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৮:৩৭

মির্জাপুরে হত্যা মামলায় ৩ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুরে জমি বিরোধকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলার তদন্তে আদালতের নির্দেশে মৃত্যুর তিন মাস পর কবর থেকে এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের আউটপাড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নিহত সুরুজ মিয়ার মরদেহ উত্তোলন করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে।

জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে জমি নিয়ে বিরোধে সুরুজ মিয়া তার ভাতিজাদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী হেলেনা বেগম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের উপস্থিতিতে স্বাস্থ্য বিভাগের সহায়তায় মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, দাফনের আগে পুলিশকে কিছু না জানানোয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালতে দাখিল করা হবে।

রাব্বি ইসলাম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আদালত মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর