Logo

সারাদেশ

শ্রীপুরে ১০ হাজার আকাশমণি-ইউক্যালিপটাস চারা ধ্বংস

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৮:৩৭

শ্রীপুরে ১০ হাজার আকাশমণি-ইউক্যালিপটাস চারা ধ্বংস

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে পরিবেশ বিধ্বংসী আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংসের কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের অনিক নার্সারিতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ।

২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় একদিনে ১০ হাজার চারা ধ্বংস করা হয়। প্রতিটি চারার জন্য নার্সারি মালিককে ৪ টাকা করে মোট ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

কৃষি বিভাগ জানায়, ব্যক্তিগতভাবে গড়ে ওঠা নার্সারিগুলোতে পরিবেশের জন্য ক্ষতিকর এসব গাছের চারা উৎপাদন ও বিক্রি করা হচ্ছিল। আগেই উপ-সহকারী কৃষি কর্মকর্তারা চারা গণনা করে ক্ষতিপূরণের টাকা বুঝিয়ে দেন। এরপরই চারা ধ্বংস করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা জানান, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ কার্যক্রম চলমান থাকবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর