Logo

সারাদেশ

শিশুকে হত্যা করে মুক্তিপণ দাবি, অপহরণকারী গ্রেপ্তার

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৯:৪৭

শিশুকে হত্যা করে মুক্তিপণ দাবি, অপহরণকারী গ্রেপ্তার

সংগ্রহতি

সাভারের আশুলিয়ায় ১২ বছর বয়সী মো. জীবন নামে এক শিশুকে হত্যার অভিযোগে মো. রাব্বানী মোল্লা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি জানান, মাদক সেবনের সময় মাদকের ভাগ নিয়ে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে ওই শিশুকে হত্যা করেন তিনি।

নিহত শিশু গোপালগঞ্জ জেলার মো. মজিবর শেখের ছেলে। পরিবার নিয়ে সে আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকায় থাকতো। গ্রেপ্তার মো. রাব্বানী মোল্লা নওগাঁ জেলার মান্দা উপজেলার রামবাড়ি গ্রামের মো. মিলন মোল্লার ছেলে।

জীবনের বাবা মজিবর শেখ বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আমার ছেলে বাসার নিচে খেলতে যায়। এরপর আর বাসায় ফেরেনি। পরদিন একটি অপরিচিত নম্বর থেকে কল দিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ও হুমকি দেয়।  টাকা না দিলে ছেলেকে মেরে ফেলা হবে।

তিনি বলেন, শুক্রবার সকালে অপরিচিত নম্বর থেকে আবার কল দিয়ে ৩০ হাজার টাকা পাঠাতে বলে এবং পরে আরও ৫০ লাখ টাকা দিতে হবে জানায়। পরে যখন ছেলের লাশ উদ্ধার হয়, তখন বুঝতে পারি, অপহরণের দিনই তাকে হত্যা করা হয়েছে। পুলিশ রাব্বানীকে গ্রেপ্তার করলে সে জানায়, গাঁজা খেতে বললে জীবন রাজি না হওয়ায় সে একাই ছেলেকে জবাই করে হত্যা করেছে। কিন্তু আমি বিশ্বাস করি না যে, সে একা এই কাজ করতে পারে। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর বলেন, গ্রেপ্তার রাব্বানী মোল্লা মুক্তিপণের আগেই জীবনকে খুন করে। মূলত, যেন কেউ সন্দেহ না করে সে জন্যই মুক্তিপণের নাটক সাজানো হয়। মাদক সেবনের সময় ভাগ নিয়ে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাত করে শিশুটিকে হত্যা করা হয়েছে।

আরিফুল ইসলাম সাব্বির/এমএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর