চাঁদপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও শ্বশুর-শাশুড়ি পলাতক

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৯:৫১

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ফাতেমা আক্তার প্রিয়া (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের বেপরী বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী ও শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছেন।
হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফাতেমা আক্তার হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নুরুল ইসলাম সর্দারের মেয়ে। তিনি প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন আপন খালাতো ভাই ফুলছোঁয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আল আমিনকে।
বিয়ের কিছুদিন পর আল আমিন জীবিকার তাগিদে বিদেশে যান। প্রায় ১৫-১৬ দিন আগে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে পরিবারের দাবি।
প্রিয়ার বাবা নুরুল ইসলাম সর্দার জানান, শনিবার রাতের দিকে প্রিয়া ফোন করে সকালে তাদের বাড়িতে আসতে বলেন। তবে সকালে তার জামাই আল আমিনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে সকাল ৯টার দিকে জানানো হয়, প্রিয়া ‘স্ট্রোক’ করে মারা গেছেন।
তিনি আরও জানান, আমরা এখানে এসে দেখি, প্রিয়ার শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে। ধারণা করছি, প্রিয়াকে মারধর করে হত্যা করা হয়েছে।
বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই তিনি পুলিশকে ফোনে অবহিত করেছেন। স্থানীয়রা তাকে জানিয়েছে, প্রিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা। তিনি মুঠোফোনে জানান, লাশের ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলআমিন ভূঁইয়া/এমবি