Logo

সারাদেশ

এক ট্রলারে ৬৫ মণ ইলিশ, বিক্রি হল ৪০ লাখে

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২০:০৬

এক ট্রলারে ৬৫ মণ ইলিশ, বিক্রি হল ৪০ লাখে

ছবি : বাংলাদেশের খবর

বঙ্গোপসাগর থেকে ৬৫ মণ ইলিশ মাছ নিয়ে পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে একটি মাছ ধরা ট্রলার।

রোববার (১৩ জুলাই) দুপুরে এসব মাছ আলীপুরের মেসার্স খান ফিসের আড়তে এনে নিলামে বিক্রি করা হয় ৩৯ লাখ ৬০ হাজার ১৪০ টাকায়।

জানা গেছে, ‘এফবি সাদিয়া-২’ নামের ট্রলারটি গত ৯ জুলাই আলীপুর ঘাট থেকে ২৩ জেলে নিয়ে গভীর সমুদ্রে রওনা হয়। কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণে ১৫০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ট্রলারটি জাল ফেলে এসব ইলিশ ধরে।

আড়ত সূত্রে জানা যায়, মাছগুলো আকারভেদে তিন ভাগে ভাগ করে বিক্রি করা হয়। ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের প্রতি মণ ৯৫ হাজার টাকা, ৬০০-৮০০ গ্রামের প্রতি মণ ৭০ হাজার টাকা এবং ৪০০-৫০০ গ্রামের ইলিশ প্রতি মণ ৫৬ হাজার টাকায় বিক্রি হয়। অন্যান্য মাছও ১ লাখ ১৭ হাজার টাকায় বিক্রি হয়।

ট্রলারের মাঝি শাহাবুদ্দিন বলেন, ‘দফায় দফায় বৈরী আবহাওয়ার মধ্যে পড়েছি। এই প্রথম ভালো মাছ পেয়েছি। আলহামদুলিল্লাহ।’

খান ফিসের ম্যানেজার মো. সাগর ইসলাম বলেন, ‘বেশ কিছুদিন মাছ না পেয়ে লোকসানে পড়েছিলেন জেলেরা। এই মাছ কিছুটা ক্ষতি পুষিয়ে দেবে।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন ভালো মাছ ধরা পড়ছে—এটা নিষেধাজ্ঞার সুফল।’

জাকারিয়া জাহিদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর