নম্বর না পাঠানোয় মজিদিয়া কামিল মাদ্রাসার ২৫ শিক্ষার্থী ফেল

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২০:১১
-6873be7d4d47b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মজিদিয়া কামিল মাদ্রাসার এসএসসি (ভোকেশনাল) শাখার সব পরীক্ষার্থী ফেল করেছে শুধু একটি প্র্যাকটিক্যাল বিষয়ের নম্বর সময়মতো বোর্ডে না পাঠানোর কারণে। বিষয়টি ছিল ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেইনিং’।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ২৫ জন শিক্ষার্থী অংশ নেয়। ফলাফল প্রকাশের পর দেখা যায়, সবাই ওই একটি বিষয়ে ফেল করেছে। ফলে তাদের কেউই পাস করতে পারেনি।
ভোকেশনাল শাখার শিক্ষক শামসুদ্দিন বলেন, নম্বর পাঠাতে দেরি হওয়ায় এ সমস্যা হয়েছে। এক সপ্তাহের মধ্যে ফলাফল সংশোধনের আশ্বাস দেন তিনি।
তবে দুই শিক্ষার্থী মোস্তফা কামাল ও আল আমিন দাবি করেন, ওই বিষয়ের জন্য শিক্ষক তাঁদের কাছ থেকে টাকা নিয়েছিলেন কিছু সরঞ্জাম কেনার কথা বলে। যদিও শিক্ষক শামসুদ্দিন এ অভিযোগ অস্বীকার করেছেন।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আনোয়ার মোল্লা বলেন, ‘৮ জুলাই আমরা নম্বর পাঠিয়েছি। বোর্ড দ্রুত ফল সংশোধন করবে বলে আশা করছি।’
ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউছুল আজম পাটওয়ারী বলেন, ‘আমি ঘটনাটি জানতাম না। সব শিক্ষার্থীর ফেল করা অস্বাভাবিক। তদন্ত হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে।’
এআরএস