মহাসচিবের ভাইয়ের উপর হামলার ঘটনায় যা বলছে ঠাকুরগাঁও বিএনপি

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২০:১৯
-6873c06f591bc.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
রোববার (১৩ জুলাই) বিকালে শহরের কালিবাড়ি এলাকায় মির্জা ফয়সাল আমিনের বাসভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী।
তিনি অভিযোগ করেন, শনিবার রাতে বালিয়াডাঙ্গী সমীর উদ্দিন কলেজে ভোট গণনার সময় সভাপতি প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী মাহাবুবুর রহমানের নেতৃত্বে একদল সমর্থক ব্যালট ছিনিয়ে নিতে ও দায়িত্বপ্রাপ্তদের অবরুদ্ধ করতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ফলাফল ঘোষণা দিয়ে গাড়িতে করে চলে যাওয়ার সময় মির্জা ফয়সাল আমিনের ওপর হামলা চালানো হয় এবং তার গাড়িও ভাংচুর করা হয়।
জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়, কাউন্সিলের ফলাফল স্থগিত করেছে দলীয় নির্বাচন কমিশন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআরএস