Logo

সারাদেশ

মব নিয়ন্ত্রণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : জাপা মহাসচিব

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২০:২৩

মব নিয়ন্ত্রণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : জাপা মহাসচিব

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় পার্টির নবনির্বাচিত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশে সন্ত্রাস ও সহিংসতা বেড়েছে। মব তৈরি করে মানুষ পিটিয়ে হত্যা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়।

রোববার (১৩ জুলাই) বিকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকারকে এখনই মব নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে হবে। একটি নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে সব দল অংশ নিতে পারবে। সেইসঙ্গে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করতে হবে। তখন জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সব দলের মতামত নেওয়া হলেও জাতীয় পার্টিকে এখনও আমন্ত্রণ জানানো হয়নি। এটি একপাক্ষিক ও অসম্পূর্ণ প্রক্রিয়া।’

সৈয়দপুরে আসার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, সাবেক মেয়র গোলাম মোস্তফা, নীলফামারী জেলা জাপা সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ, জলঢাকার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও দলের উত্তরাঞ্চলের নেতারা তার সঙ্গে ছিলেন।

দলীয় মহাসচিব নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম উত্তরাঞ্চল সফর। সৈয়দপুর বিমানবন্দরে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর