Logo

সারাদেশ

নাহিদ ইসলাম

একটি মহল ফ্যাসিবাদী শাসন কায়েমের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২০:২৯

একটি মহল ফ্যাসিবাদী শাসন কায়েমের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে

ছবি : বাংলাদেশের খবর

একটি মহল ফ্যাসিবাদী শাসন কায়েমের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয় এই পদযাত্রা। নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বানে ঝালকাঠিতে অনুষ্ঠিত বিশাল পদযাত্রায় সৃষ্টি হয় জনস্রোত।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালে হাজারো তরুণের রক্তে অর্জিত হয়েছে একটি নতুন বাংলাদেশ। কিন্তু এখনও একটি মহল ফ্যাসিবাদী শাসন কায়েমের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের তরুণ সমাজ সেই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, প্রয়োজনে জীবন দিতেও পিছপা হবে না।’

তিনি বলেন, ‘গণতন্ত্র, ন্যায়বিচার ও মর্যাদার রাজনীতিই আমাদের লক্ষ্য। তরুণদের নেতৃত্বেই আমরা সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুনের রাজনীতিকে বেছে নিতে হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সকল জাতি গোষ্ঠীর মানুষ সমান অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করব।’ 

প্রীতিভোজ শেষে বিকেল সাড়ে ৩টায় নেতৃবৃন্দ গাড়িবহর নিয়ে রাজাপুর মেডিকেল মোড়, বাইপাস ও বাঘড়ি হাট হয়ে ঝালকাঠির উদ্দেশে যাত্রা করেন। পথে পথচারীদের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় নেতারা। উপস্থিত জনতা ও স্থানীয় কর্মীদের উচ্ছ্বাসে পথজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পরে কায়েদ ছাহেব হুজুরে কবর জিয়ারত করেন কেন্দ্রীয় নেতারা।

  • মো. আ. রহিম রেজা/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর