শ্রীপুরে ব্যবহারিক নম্বর যুক্ত না হওয়ায় ভোকেশনালের ৭৩ শিক্ষার্থী ফেল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২০:৩৯
-6873c50d7a728.jpg)
ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় একটি ব্যবহারিক বিষয়ের নম্বর যোগ না হওয়ায় পাঁচটি বিদ্যালয়ের ৭৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
অভিযোগ উঠেছে, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর গাফিলতির কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর রোববার (১৩ জুলাই) দুপুরে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ করেন এবং দোষীদের বিচার দাবি করেন।
২০২৫ সালের পরীক্ষায় উপজেলার শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ কারিগরি জৈনাবাজার, পেলাইদ আদর্শ কারিগরি স্কুল, শ্রীপুর কারিগরি স্কুল ও তেলিহাটি উচ্চ বিদ্যালয় থেকে ৭৩ জন পরীক্ষার্থী ভোকেশনাল শাখায় অংশ নেয়। ফলাফলে দেখা যায়, ‘অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক-২’ বিষয়ের ব্যবহারিক নম্বর যোগ না হওয়ায় সবাই ফেল করেছে।
শিক্ষার্থীরা জানান, তাঁরা সময়মতো ব্যবহারিক খাতা জমা দিয়েছেন, কিন্তু বিদ্যালয় ও কেন্দ্রীয় কর্তৃপক্ষের গাফিলতিতে নম্বর বোর্ডে পৌঁছায়নি। অভিযোগ রয়েছে, কেন্দ্র সচিব শাহানা পারভীন ব্যবহারিক পরীক্ষার জন্য অতিরিক্ত টাকা দাবি করেছিলেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সার্ভার জটিলতার কারণে এমনটি হয়ে থাকতে পারে। বিষয়টি সমাধানে কাজ চলছে এবং আগামী ১৭ জুলাইয়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন তিনি।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, দায়িত্ব অবহেলার ঘটনায় সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে এবং বোর্ডে নম্বর পাঠানো হয়েছে।
শ্রীপুর ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এআরএস