Logo

সারাদেশ

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রায় বাধা, সংক্ষিপ্ত কর্মসূচি শেষে ফিরলেন নেতারা

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২১:১৮

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রায় বাধা, সংক্ষিপ্ত কর্মসূচি শেষে ফিরলেন নেতারা

ছবি : বাংলাদেশের খবর

ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা কর্মসূচি বাধার মুখে সংক্ষিপ্তভাবে শেষ হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে একদল ছাত্র-যুবকের প্রতিবাদের মুখে রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় ঝালকাঠি শহর ত্যাগ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা জড়ো হন। সেখান থেকে শহর প্রদক্ষিণের উদ্দেশে পদযাত্রা শুরু করলে গার্লস স্কুল মোড়ে একদল তরুণ-তরুণী ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে বাধা দেয়।

এরপর কাপুড়িয়াপট্টি এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। আবার পদযাত্রা শুরু করলে আগের গ্রুপটি ফের প্রতিবাদে নামে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এনসিপি নেতারা কর্মসূচি বাতিল করেন।

এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের মদদপুষ্ট একটি গ্রুপ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। তারা পূর্বপরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।’

অন্যদিকে প্রতিবাদকারীরা দাবি করেন, ‘ঝালকাঠিতে এনসিপির নামে আওয়ামীপন্থী ব্যক্তি ও সুবিধাভোগীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে, যা বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী থাকলেও তারা হস্তক্ষেপ করেনি বলে জানা গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সতর্ক অবস্থানে ছিল।

আ. রহিম রেজা/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর