শেরপুরে মাইক্রোবাস চাপায় ২ মাদ্রাসা শিক্ষার্থী নিহত

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২১:২১
-6873cf0e8bdf6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাসের চাপায় দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। রোববার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া এলাকার পাতার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাকিবুল (৮) ও জাকারিয়া (৯)। তারা উপজেলার বড় রাংটিয়া দেওয়ানীপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহত শিক্ষার্থী আমিন (৭) একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মাদ্রাসা ছুটি শেষে তিন শিশু শিক্ষার্থী বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সাকিবুল ও জাকারিয়ার মৃত্যু হয়।
আহত আমিনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনার পর স্থানীয়রা মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, মাইক্রোবাস ও চালককে হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এআরএস