Logo

সারাদেশ

সোহাগ হত্যায় বিএনপিকে জড়ানোর অভিযোগ করলেন মনি

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২১:২৫

সোহাগ হত্যায় বিএনপিকে জড়ানোর অভিযোগ করলেন মনি

ছবি : বাংলাদেশের খবর

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিএনপিকে দায়ী করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।

রোববার (১৩ জুলাই) বিকেল ৪টায় বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া স্কুল মাঠে নিহত সোহাগের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নুরুল ইসলাম মনি বলেন, ‘একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডকে বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। এটি ব্যবসায়িক দ্বন্দ্বজনিত হত্যাকাণ্ড, যেটিকে চাঁদাবাজি বলে প্রচার করে বিএনপিকে জড়ানোর অপপ্রয়াস চলছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি কোনও ধরনের অপকর্মকে প্রশ্রয় দেয় না। সোহাগ হত্যার ঘটনায় যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

এ সময় তিনি সরকারকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং বলেন, ‘দেশে একটি গোষ্ঠী সময়মতো নির্বাচন এবং গণতন্ত্র চায় না। তারা বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়।’

নিহত সোহাগের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন মনি।

তিনি বলেন, ‘সোহাগের পরিবারের প্রয়োজনে আমরা পাশে থাকব এবং ন্যায়বিচার নিশ্চিতে সহায়তা করব।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর