Logo

সারাদেশ

সারা দেশে চাঁদাবাজির প্রতিবাদে শিবচরে ফরেজী আন্দোলনের মানববন্ধন

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২১:৪৩

সারা দেশে চাঁদাবাজির প্রতিবাদে শিবচরে ফরেজী আন্দোলনের মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে মাদারীপুরের শিবচরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ফরেজী আন্দোলন।

রোববার (১৩ জুলাই) বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুরের নির্দেশে শিবচর উপজেলার বড় বাহাদুরপুর মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বাংলাদেশ ফরেজী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় শত শত মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ফরেজী আন্দোলনের সহসভাপতি মাওলানা এ বি এম মহিউদ্দিন আহম্মাদ, বাহাদুরপুর কওমি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জিয়াউল হক কাশেমী, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. ফজলুল করিম এবং সহকারী দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম ফরায়েজী।

বক্তারা বলেন, দেশের প্রতিটি অঞ্চলে এখন চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা বাড়ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি দোষীদের দ্রুত বিচার ও শাস্তির আওতায় আনতে হবে।

সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • মো. খলিল মিয়া/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন চাঁদাবাজি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর