Logo

সারাদেশ

রূপগঞ্জে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে মশাল মিছিল

নিহত সোহাগসহ সব হত্যার বিচার দাবি

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২১:৫৩

রূপগঞ্জে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে মশাল মিছিল

ছবি : বাংলাদেশের খবর

সারাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ এবং ঢাকার মিডফোর্ড এলাকায় সন্ত্রাসীদের হাতে নিহত ব্যবসায়ী সোহাগসহ সব শহীদের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় সাধারণ জনগণ।

মিছিলটি ভুলতা স্কুলের সামনে থেকে শুরু হয়ে গোলাকান্দাইল গোলচত্বর ঘুরে ভুলতা মসজিদের সামনে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন— `সন্ত্রাসীদের বিচার চাই', `সোহাগ হত্যার বিচার চাই', `চাঁদাবাজদের হটাও, শিক্ষার্থীদের বাঁচাও'।

মিছিলে নেতৃত্ব দেন রূপগঞ্জ নাগরিক কমিটির সাবেক আহ্বায়ক হৃদয় হাসান, অধিকার পরিষদের কাউসার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি আব্দুল হাশেমী প্রমুখ।

নেতারা বলেন, `সারা দেশে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা যেভাবে সন্ত্রাসীদের হাতে প্রাণ হারাচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সোহাগ হত্যাকাণ্ড এর নির্মম উদাহরণ। এর দৃষ্টান্তমূলক বিচার চাই।'

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, `যদি অন্তর্বর্তীকালীন সরকার চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিচার না করে, তবে নিজেদের পদ ছাড়ুন। জনগণ আন্দোলনে নামবে—প্রয়োজনে আবার গণঅভ্যুত্থান হবে।'

মিছিলে অংশ নেন স্থানীয় শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষ।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর