ব্যবসায়ী হত্যার প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১০:২১

রাজধানীর মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে হত্যা ও চাঁদপুরে এক মসজিদের খতিবের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল। ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা ও চাঁদপুরে এক মসজিদের খতিবের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জুলাই) বিকেলে সদর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে ‘আলফাডাঙ্গা সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে মিছিলটি শুরু হয়। পরে এটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী উলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম। এটি পরিচালনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ।
সমাবেশে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা শরীফুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মাওলানা আমিনুল্লাহ, খেলাফত যুব মজলিসের মাওলানা ইলিয়াস হোসাইন, উপজেলা জামায়াত নেতা জুবায়ের আহমেদ ও ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সহসভাপতি হাদী জসিম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসীর পরিচয় শুধুই সন্ত্রাসী—এর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। এ সময় তারা মিটফোর্ডের ব্যবসায়ী হত্যা ও চাঁদপুরে মসজিদের এক খতিবের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। একই সঙ্গে সারাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
এইচকে/এমবি