---2025-07-14T102245-68748969d120d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের কুকলির চর গ্রামে বজ্রপাতে চারটি গরু মারা গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন এক কৃষক।
রোববার (১৩ জুলাই) বিকেলে হঠাৎ শুরু হওয়া বজ্রপাতের সময় গরুগুলো মাঠে চরণে ছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যায়।
স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ মেঘ জমে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ওই সময় কৃষকের চারটি গরু মাঠে ছিল। বজ্রপাতের তীব্র শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পরে স্থানীয়রা গিয়ে দেখতে পান, গরুগুলো মাটিতে নিথর পড়ে আছে।
একজন বাসিন্দা বলেন, ‘বিকট শব্দ শুনে আমরা ছুটে যাই। গিয়ে দেখি চারটা গরু পড়ে আছে, আর নড়ছে না। কৃষক পরিবারটির জন্য এটা বিশাল ক্ষতি।’
আরেকজন বাসিন্দা বলেন, ‘এই গরুগুলোই ছিল কৃষকের একমাত্র ভরসা। এখন কীভাবে চলবে-এটাই ভাবছি। সরকারের উচিত এই ধরনের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো।’
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর বর্ষার সময় চরাঞ্চলে বজ্রপাতের ঘটনা ঘটে। খোলা মাঠে গবাদিপশু রাখার কারণে ঝড়-বৃষ্টির সময় প্রাণহানির আশঙ্কাও থাকে বেশি।
- এমআই