রাজনৈতিক শিষ্ঠাচার না মানলে প্রতিহত করা হবে : মোস্তফা কামাল

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১০:৪৮
---2025-07-14T104818-68748c1c4ed2c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রাজনৈতিক শিষ্ঠাচার বজায় না রাখলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ার করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনের (চরফ্যাসন-মনপুরা) জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
রবিবার (১৩ জুলাই) বিকেলে চরফ্যাসন সদর রোডে আয়োজিত এক পথসভায় তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে একাধিক রাজনৈতিক দল রয়েছে। বাংলাদেশেও রয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর উচিত একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা। চরফ্যাসনে যারা রাজনৈতিক ঔদ্ধত্যপূর্ণ আচরণ করবেন, তাদেরকে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।’
তিনি বলেন, ‘আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ সফল করতে আমাদের এই পথসভা। এই সমাবেশের মূল উদ্দেশ্য-বাংলাদেশে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করা।’
মাওলানা মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, ‘ঠান্ডা মাথায় আমাদের ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়ের পর ১৫৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। মতিঝিলের শাপলা চত্বরে আলেমদের উপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এছাড়াও জুলাই-আগস্ট বিপ্লবের সময় ছাত্র ও জনতার ওপর চালানো হত্যাকাণ্ডেরও বিচার চাই। এসব হত্যাকাণ্ডের বিচার না হলে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন অবশ্যই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’-এর মাধ্যমে হতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা আদায় করেই ছাড়ব।’
পথসভায় সভাপতিত্ব করেন চরফ্যাসন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন। আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
- এম ফাহিম/এমআই