Logo

সারাদেশ

অধ্যক্ষ আবিদুর রহমান

ফ্যাসিবাদমুক্ত দেশে সন্ত্রাস-চাঁদাবাজি চলতে পারে না

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১১:০১

ফ্যাসিবাদমুক্ত দেশে সন্ত্রাস-চাঁদাবাজি চলতে পারে না

ছবি : বাংলাদেশের খবর

ফ্যাসিবাদমুক্ত দেশে সন্ত্রাস-চাঁদাবাজি চলতে পারেনা বলে মন্তব্য করেছেন বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

রোববার (১৩ জুলাই) বিকেলে বগুড়া আইন কলেজ মাঠে ৭ দফা দাবিতে ঢাকায় দলটির মহাসমাবেশ সফল করতে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত প্রচার মিছিল ও লিফলেট বিতরণ পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও অরাজকতা চলতে পারেনা। সকল অন্যায় অবিচার জুলুম নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবিতে জামায়াত ঘোষিত ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে হবে।’

 তিনি আরও বলেন, ‘১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ হবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনের জন্য টার্নিং পয়েন্ট। জাতীয় নির্বাচনের আগে সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে সোচ্চার হতে হবে।’

শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন-ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আব্দুল মতিন, আসলাম হোসেন বিপুম আনোয়ারুল ইসলাম অন্যান্যরা।

সমাবেশে শেষে শহরে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।

  • জুয়েল হাসান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর