তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে চরফ্যাসনে বিএনপির বিক্ষোভ

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১১:০৮
---2025-07-14T110842-687490e4ea6ae.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি এবং দলটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভোলার চরফ্যাসনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা-পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় চরফ্যাসন বিএনপির পার্টি অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয়। সমাবেশে বিএনপি নেতারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং দলটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
সমাবেশে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম মিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর সায়েদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক কাউস মিয়া, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুস সাত্তার মিঠু, ছাত্রদলের সাবেক উপজেলা সভাপতি রিয়াদ শিকদার এবং শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, জামাত-শিবির চক্র ও সরকার-সমর্থিত কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তারেক রহমানকে কটূক্তি করা জাতির জন্য লজ্জাজনক। নেতৃবৃন্দ জানান, এসব ষড়যন্ত্রের জবাব গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই দেওয়া হবে এবং আন্দোলন চলমান থাকবে।
এম ফাহিম/এমআই