চট্টগ্রামে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৬ জন গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১১:১৮
---2025-07-14T111845-687493431b252.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-০৬৭৫) থামিয়ে তল্লাশি চালানো হয়।
বাস থামার পর ছয়জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি দ্রুত বাস থেকে নেমে সরে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সন্দেহ হয়। পরে মহিলা পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে তাদের কোমরে স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক ছয়জনের মধ্যে পাঁচজনের কাছ থেকে ২ হাজার করে মোট ১০ হাজার এবং বাকি একজনের কাছ থেকে দেড় হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ ছয়জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’
সাফায়েত মেহেদী/এমআই