Logo

সারাদেশ

কমিটি ঘোষণার একদিন পর ‘এনসিপি নেতার’ পদত্যাগ

Icon

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১১:৫৪

কমিটি ঘোষণার একদিন পর ‘এনসিপি নেতার’ পদত্যাগ

সদ্য পদত্যাগ করা রুহুল আমিন। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিলেটের বিশ্বনাথ উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন হওয়ার পরদিনই কমিটি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম-সমন্বয়কারী রুহুল আমিন।

রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ১১টায় নিজের ব্যবহৃত ফেসবুকে পদত্যাগের পোস্ট দেন রুহুল আমিন।

এর আগে শনিবার (১২ জুলাই) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ১৭ সদস্যবিশিষ্ট বিশ্বনাথ কমিটি অনুমোদন করেন।

রুহুল আমিন ফেসবুকে লেখেন, ‘অদ্য যে বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে উক্ত যে পদে আমাকে রাখা হয়েছে আমার ওই কমিটির সাথে কোনো সম্পৃক্ততা নেই। আমি যুগ্ম-সমন্বয়ককারী পদ থেকে পদত্যাগ করলাম।’

রুহুল আমিন বিশ্বনাথ পৌর এলাকার কামালপুর গ্রামের বাসিন্দা ও নতুন বাজারের একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি রুহুল বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

এদিকে, শনিবার ঘোষিত বিশ্বনাথ সমন্বয়ক কমিটিকে অনুমোদন প্রদানের তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠন পূর্ব পর্যন্ত সময়কাল বেঁধে দেওয়া  হয়েছে।

কমিটির বাকিরা হলেন- প্রধান সমন্বয়কারী ডা. সুলেমান খান, যুগ্ম-সমন্বয়কারী এম খলিলুল্লাহ, রুহুল আমিন (পদত্যাগ) ও জামাল খান এবং সদস্য কালা মিয়া, ধনঞ্জয় বৈদ্য, খাইরুল ইসলাম, শোয়েব মিয়া, রেজাউল ইসলাম ফাহিম, শাহেদ আহম্মেদ, আবু তাহের, কামাল উদ্দিন, শামীম উদ্দিন, মোহাম্মদ হিরণ মিয়া, এজাজ আলী জাবেদ, মিজানুর রহমান ও আশিকুর রহমান।

  • মো. রেজাউল হক ডালিম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি পদত্যাগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর