Logo

সারাদেশ

রেললাইনে বিকল ট্রাক, তিন ঘণ্টা পর উত্তরবঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:০৯

রেললাইনে বিকল ট্রাক, তিন ঘণ্টা পর উত্তরবঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ি (হোনাখালি) এলাকায় রেললাইনের ওপর একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল তিন ঘণ্টা বন্ধ ছিল।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ফলে ট্রাকটি রেললাইনের ওপর আটকে পড়ে।

এর ফলে রাজশাহী, দিনাজপুর, বগুড়া ও রংপুরগামী ট্রেন চলাচলে স্থবিরতা দেখা দেয়। ট্রেন থেমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরে রেলওয়ে কর্তৃপক্ষ, থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা জোবায়ের আহমেদ বলেন, ‘ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহায়তা করি।’

  • মো. দেলোয়ার হোসেন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ট্রেন চলাচল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর