Logo

সারাদেশ

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ নারী নিহত

Icon

বাংলাদেশ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:২৮

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ নারী নিহত

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নারী নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৫-৬ জন আহত হয়েছেন।

রোববার (১৩ জুলাই) মধ্যরাতে বান্দরবান-চিম্বুক সড়কের ‘১৩ মাইল’ এলাকার রাংলাই চেয়ারম্যান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই ম্রো সম্প্রদায়ের।

নিহতরা হলেন- তুমলে ম্রো (১৭), উরকান ম্রো (৭১) ও রওলেং ম্রো (৩৫)। তারা সম্পর্কে নানি ও নাতনি।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন ম্রো নারী মারা গেছেন বলে খবর পেয়েছি। মরদেহ উদ্ধার ও বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্ট নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর