Logo

সারাদেশ

বগুড়ায় রেলগেট স্থাপনের দাবিতে রেলপথ অবরোধ

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৩:৫৪

বগুড়ায় রেলগেট স্থাপনের দাবিতে রেলপথ অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব হোসাইন মোস্তাকিম (নাজির) এর রেল দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা রেললাইনে গেট স্থাপন ও গেটম্যান নিয়োগের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় কলেজের মেইন গেট সংলগ্ন রেললাইন এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছেন। এ সময় শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। 

শিক্ষার্থীরা বলেন, আর কোনো নাজিরকে আমরা হারাতে চাই না। কলেজের মেইন গেট ও ওয়াপদা গেট সংলগ্ন রেললাইনটি প্রতিদিন শত শত শিক্ষার্থী পারাপার হয়। অথচ সেখানে নেই কোনো গেটম্যান। এটি চরম অবহেলা এবং আমাদের নিরাপত্তার সঙ্গে খেলা করছে রেল কর্তৃপক্ষ। আমরা দ্রুত এর সমাধান চাই। 

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, আমরা দাবি করছি অবিলম্বে উক্ত দুই পয়েন্টে রেলগেট স্থাপন, গেটম্যান নিয়োগ ও সতর্কতা চিহ্ন বসানো হোক। এই দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও। রাকিবের মৃত্যুতে কলেজ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষার্থীদের মধ্যে। 

সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ আব্দুল ওয়াহেদ সরকার শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘শিক্ষার্থী মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমরা কলেজের নিজ দায়িত্বে প্রধান গেটের সামনে অস্থায়ীভাবে বাঁশ দিয়ে গেট স্থাপন করাসহ একজন গেটম্যান রাখা হয়েছ। কিন্তু ওয়াপদা গেটে কোনা গেটম্যান নেই।’

অবরোধ চলাকালে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো আশ্বাস দেননি। শিক্ষার্থীরা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিক কর্মসূচি ঘোষণা দেন।

উল্লেখ্য, রোববার (৬ জুলাই) দুপুর ৩ টার দিকে কলেজ ক্যাম্পাসের ওয়াপদা গেটে ট্রেনের ধাক্কায় সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী রাকিব হোসাইন মোস্তাকিম (নাজির) প্রাণ হারিয়েছেন। তারপর থেকে শিক্ষার্থীরা গেট স্থাপনের দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা।

  • জুয়েল হাসান/এমআই 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন সড়ক অবরোধ ট্রেন চলাচল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর