Logo

সারাদেশ

মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ফলাফল বাতিল, রিপনকে চেয়ারম্যান ঘোষণা

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৫:১১

মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ফলাফল বাতিল, রিপনকে চেয়ারম্যান ঘোষণা

অ্যাডভোকেট কে এম বজলুল হক খান রিপন। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচন-২০২২–কে অবৈধ ও জাল-জালিয়াতিপূর্ণ ঘোষণা করেছে আদালত। সেই সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান পদে অ্যাডভোকেট কে এম বজলুল হক খান রিপনকে বৈধ বিজয়ী ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় মানিকগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম এই রায় প্রদান করেন। মামলাটি ছিল নির্বাচন ট্রাইব্যুনালে ।

এই রায়ের মাধ্যমে পূর্বের নির্বাচনী ফলাফল বাতিল করা হয়েছে, যেখানে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

রায়ে সন্তোষ প্রকাশ করে অ্যাডভোকেট কে এম বজলুল হক খান রিপনের আইনজীবী আক্তারুজ্জামান লিটন বলেন, ‘সত্য ও ন্যায়ের জয় হয়েছে। এই রায় প্রমাণ করেছে নির্বাচনটি সুষ্ঠু ছিল না।’

উল্লেখ্য, ২০২২ সালে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টের আইনজীবী ও চেয়ারম্যান পদপ্রার্থী কে এম বজলুল হক খান রিপন আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ আদালতের এ রায়ে নতুন করে আলোচনায় এসেছে জেলার রাজনৈতিক অঙ্গন।

  • আফ্রিদি আহাম্মেদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর