Logo

সারাদেশ

শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৫:২৫

শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী।

সোমবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তায় আলহেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। অপর দিকে আহত জাকিরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত যুবকের নাম হারুন অর রশীদ। সে উপজেলার মাওনা ইউনিয়নের শিমলাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানান, সোমবার নিজ বাড়ি থেকে হারুন ও জাকির মোটরসাইকেল দিয়ে ফুলবাড়িয়া যাওয়ার জন্য রওনা দেন। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক ফুলবাড়িয়া থেকে মাওনা চৌরাস্তা অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে মোটরসাইকেল চালক ও আরোহী ছিটকে রাস্তায় পড়ে এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ট্রাকের চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। 

স্থানীয় বাসিন্দা সান্টু বলেন, ‘দুপুরে দুই বন্ধু বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ফুলবাড়িয়া যাওয়ার জন্য বের হন। পথিমধ্যে মনসুরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়।এতে তারা দুজন সড়কে ছিটকে পড়েন।’

 স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে মাওনা চৌরাস্তায় আলহেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে হারুনকে মৃত ঘোষণা করেন।

 এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘ট্রাকটির চালক ও সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা  হবে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

  • আতাউর রহমান সোহেল/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর