নাহিদ ইসলাম
সেনা সিস্টেমের ষড়যন্ত্র চলছে, ডিজিএফআই অভ্যুত্থানের শক্তিকে বিভক্ত করেছে

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৬:৩৩
আপডেট: ১৪ জুলাই ২০২৫, ২০:৩৯
---2025-07-14T161029-6874dce51d0bd.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ‘ফ্যাসিস্ট হাসিনার পতনের পরও দুর্নীতিবাজ সেনা-আমলাতান্ত্রিক সিস্টেমের ষড়যন্ত্র থেমে নেই। ডিজিএফআই-সহ রাষ্ট্রের শক্তিধর প্রতিষ্ঠানগুলো এখনো অভ্যুত্থান-জন্ম দেওয়া নেতৃত্বকে বিভাজনের ফাঁদে ফেলতে সক্রিয়।’
সোমবার (১৪ জুলাই) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসের সামনে জুলাই পদযাত্রা-উপলক্ষে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ বলেন, ‘অভ্যুত্থানের পর ছাত্র ও তরুণ নেতৃত্বের উত্থান সেই সিস্টেম সহ্য করতে পারছে না। তারা চায় না— অভ্যুত্থানের নেতৃত্ব রাজনীতিতে টিকে থাকুক। সেই কারণেই রাষ্ট্রের ভেতরে থাকা শক্তিগুলো এনসিপিকে দুর্বল করতে, ভাঙতে ষড়যন্ত্র করছে। সেনাবাহিনী-প্রধান, আমলাতান্ত্রিক কাঠামো এবং ডিজিএফআই অভ্যুত্থানের শক্তিকে লক্ষ্যবস্তু বানিয়েছে।’
নাহিদ অভিযোগ করে বলেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সেনাবাহিনীর আমলাতন্ত্রের সিস্টেম আর ডিজিএফআইসহ বাংলাদেশের এস্টাবলিস্টমেন্টগুলো এই অভ্যুত্থানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছিলাম—শুধু শেখ হাসিনার পতন নয়, মাফিয়া ও দুর্নীতিবাজ সিস্টেমের পতন চাই। কিন্তু এখন দেখি, সেই সিস্টেমের নতুন পাহারাদার হিসেবে বিএনপি আবির্ভূত হয়েছে। তারা এখন মুজিববাদের সংবিধানের রক্ষক, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের অভিভাবক। ফলে এই নতুন ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধেও আমাদের সংগ্রাম চলবে।’
এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমাদের পদযাত্রার জোয়ার দেখে ষড়যন্ত্রকারীরা ভয় পেয়েছে। অভ্যুত্থানজন্মা নতুন রাজনীতিকে প্রতিহত করতেই আজ বিভাজনের চেষ্টা। কিন্তু আমরা স্পষ্ট করে বলছি—জুলাই গণঅভ্যুত্থান ও আগস্ট গণজাগরণ যারা মানে না, তাদের সঙ্গে এনসিপির কোনো আপস নেই।’
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, মাহমুদা মিতু, মশিউর রহমান ও পটুয়াখালী জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম মুসা।
এর আগে বেলা ১১টায় শহরের নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি শহীদ হৃদয় তরুয়া চত্বরে এসে শেষ হয়। পরে এনসিপি নেতারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
কর্মসূচি উপলক্ষে শহরজুড়ে মূল সড়কে রঙিন ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়। বিকেলে নেতৃবৃন্দ বরগুনার উদ্দেশ্যে পটুয়াখালী ত্যাগ করেন।
- এইচএম মোজাহিদুল ইসলাম নান্নু/এমআই/এমএইচএস