Logo

সারাদেশ

বরগুনায় ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে সারজিস-রাফিকে বরণ

Icon

খান নাঈম, বরগুনা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৯:৫০

বরগুনায় ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে সারজিস-রাফিকে বরণ

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় বরগুনা পৌর মার্কেট প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশ নিতে বিকেল পৌনে ৫টায় সভাস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তাসনিম জারা এবং অন্যান্য নেতৃবৃন্দ।

মঞ্চে সারজিস আলম ও তালাত মাহমুদ রাফি ওঠার সঙ্গে সঙ্গে বরগুনার ছাত্রজনতা উল্লাস প্রকাশ করে ‘দুলাভাই দুলাভাই’ স্লোগান দিতে থাকে। মুহূর্তেই স্লোগানে মুখর হয়ে ওঠে পৌর মার্কেট প্রাঙ্গণ।

খোঁজ নিয়ে জানা গেছে, সারজিস আলমের শ্বশুর বাড়ি বরগুনায়। তার শ্বশুর ব্যারিস্টার লুৎফর রহমানের বাড়ি সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। যদিও পেশাগত কারণে তিনি স্ত্রী, কন্যা ও দুই ছেলেকে নিয়ে ঢাকার বাসাবো এলাকায় বসবাস করেন।

অন্যদিকে সহ-সমন্বয়ক তালাত মাহমুদ রাফিও সম্প্রতি বরগুনার বুড়িরচর ইউনিয়নে বিয়ে করেছেন। তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসী পেশায় একজন স্কুলশিক্ষিকা এবং স্থানীয় বাসিন্দা জাকির হোসেনের মেয়ে।

কর্মসূচিতে দেওয়া বক্তব্যে সারজিস আলম বলেন, ‘আমার নিকটাত্মীয়দের বাড়ি বরগুনায়। কিন্তু বরগুনায় এসে প্রথমে আমি কোনো আত্মীয়ের বাড়িতে না গিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মুক্ত মঞ্চে ছাত্র-জনতার সামনে দাঁড়াতে পারা আমার জন্য গর্বের ও সৌভাগ্যের বিষয়। এনসিপির পক্ষ থেকে আপনাদের জন্য ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই।’

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সারজিস আলম জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর