সোমবার বরিশাল যাচ্ছে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৯:৫২

ছবি : সংগৃহীত
‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের চরমোনাইয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় প্রতিনিধি দল।
সোমবার (১৪ জুলাই) রাত ৮টায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি সেখানে পৌঁছানোর কথা রয়েছে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় সফর করছেন দলের শীর্ষ নেতারা। এরই ধারাবাহিকতায় চরমোনাই যাবেন তারা।
চরমোনাইয়ে এনসিপি নেতৃবৃন্দকে স্বাগত জানাবেন দলের সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ এবং বরিশাল মহানগর ও জেলার নেতারা।
সফরকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।