বিএনপি সন্ত্রাস-চাঁদাবাজির রাজনীতি করে না : রিজভী

এন বি আকাশ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২০:০৫

ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনোই সন্ত্রাস বা চাঁদাবাজির রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের প্রেতাত্মারা পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন হত্যাকাণ্ড এবং চাঁদাবাজির ঘটনা বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে। সোহাগ হত্যাসহ এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
সোমবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের সাবেক ‘আল্লাহর দান আড়ৎ’ মাঠে আয়োজিত প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, ‘বিএনপি হচ্ছে গণতন্ত্রের পক্ষে একটি শক্তি। আন্দোলনের মাধ্যমেই আমরা মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। যারা বিএনপিকে সন্ত্রাসের সঙ্গে জড়াতে চায়, তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের শত্রু। যারা সোহাগ, শহীদ ফারহান ফাইয়াজদের হত্যা করেছে, তাদের রক্ষা করে উল্টো বিএনপির ওপর দোষ চাপানো হচ্ছে—এটা জনগণ কোনোদিনই মেনে নেবে না।’
দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘দেশ আজ গভীর সংকটে রয়েছে। এই দুঃসময়ে জনগণের পাশে দাঁড়াতে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সেই প্রস্তুতিরই অংশ। জনগণের ম্যান্ডেট ছাড়া যারা ক্ষমতায় এসেছে, তাদের পতন অনিবার্য।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।
বিশেষ বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাশির উদ্দিন বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত কায়েম, আশরাফুল হক রিপন, বিএনপি নেতা আব্বাস উদ্দিন ভূঁইয়া ও হাজী আব্দুল মতিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন রুহুল কবির রিজভী।
এআরএস