আলফাডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবসে ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২০:৩৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা পর্যায়ে পাঁচটি ক্যাটাগরিতে স্বাস্থ্য সেবায় নিয়োজিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা শেষে এ সম্মাননা প্রদান করা হয়।
পাঁচ ক্যাটাগরিতে নির্বাচিতদের মধ্যে রয়েছে, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ কেন্দ্র টগরবন্দ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের মধ্যে গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হেলাল উদ্দিন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা শান্তা খাতুন ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী আইরিন খানম।
এসময় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সত্য রঞ্জন রায়ের সঞ্চালনায় উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর সহ পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত বিভিন্ন স্বাস্থ্য কর্মী বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে। সভায় পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে মাঠ পর্যায়ে আরো কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।