ভোলায় মামার বিরুদ্ধে ভাগ্নের স্পর্শকাতর অঙ্গ কাটার অভিযোগ

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২০:৩৪

ছবি : বাংলাদেশের খবর
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাসির মাঝি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সিএনজি চালক আনোয়ার হোসেন (৪০) হামলার শিকার হয়েছেন।
অভিযোগ রয়েছে, মামা আবুল কালাম ও তার পরিবারের সদস্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন এবং স্পর্শকাতর অঙ্গ কেটে দেন।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে নিজ বসতবাড়ির সামনে বারান্দা নির্মাণ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। আহত আনোয়ারকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী ও ছেলেকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
আনোয়ারের স্ত্রী ইয়াসমিন বেগম বলেন, ‘আমার স্বামী গরিব মানুষ, সিএনজি চালিয়ে সংসার চালায়। বৃষ্টির পানি ঠেকাতে বারান্দা তুলতে গেলে তার উপর হামলা চালানো হয়।’
অভিযুক্তরা বর্তমানে পলাতক। তবে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিজেদের জমিতে বারান্দা তুলতে বাধা দিয়েছেন তারা।
ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহদাৎ মো. হাছনাইন পারভেজ বলেন, ‘৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।’
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
আদিল হোসেন তপু/এআরএস