Logo

সারাদেশ

চাঁদপুরে বিএনপি নেতার মন্তব্য

‘এনসিপিকে নিয়ে ষড়যন্ত্র নয়, নিজের গতিতে চলতে দিন’

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২০:৩৮

‘এনসিপিকে নিয়ে ষড়যন্ত্র নয়, নিজের গতিতে চলতে দিন’

ছবি : বাংলাদেশের খবর

‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কে নিয়ে কেউ ষড়যন্ত্র করবেন না। তাদেরকে নিজের গতিতে চলতে দিন। আপনারা যে স্বপ্ন লালন করছেন, তারেক রহমান সে স্বপ্ন বাস্তবায়ন করবেন।’ — এমন মন্তব্য করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

সোমবার (১৪ জুলাই) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা এবং শিক্ষার পরিবেশ বিনষ্টের প্রতিবাদে জেলা ছাত্রদল এই কর্মসূচি পালন করে।

সলিম উল্লাহ সেলিম বলেন, ‘নতুন সংগঠন এনসিপি। তারা যেন ভুল পথে না যায়। জামায়াতের সঙ্গে সখ্য গড়ে তোলে সেই সুযোগ যেন না নেয়। সেদিন তারেক রহমান সহযোগিতা না করলে তারা রাজপথে নামতেই পারতো না। জামায়াত এই দেশকে আবার পাকিস্তান বানাতে চায়, সেটা হতে দেওয়া যাবে না।’

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের রাজপথে থাকতে হবে। জামায়াত-ছাত্ররাসহ যারা সহিংস পথে আন্দোলন করছে, তাদের মতো আচরণ করা যাবে না। ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, তার দাঁতভাঙা জবাব দিতে হবে।’

বিক্ষোভ মিছিল শেষে জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর