Logo

সারাদেশ

সারজিস

জনগণের পুলিশ হতে না পারলে দেশে ঠাঁই হবে না

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২০:৩৯

জনগণের পুলিশ হতে না পারলে দেশে ঠাঁই হবে না

ছবি : প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছি পুলিশ ছাত্র জনতার উপর লাঠিচার্জ করেছে। আপনারা জনগণের পুলিশ হয়ে উঠুন। যদি তা না পারেন তাহলে আগামীর বাংলাদেশে আপনাদের আর ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় ‘জুলাই পদযাত্রা’র ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরগুনার পৌর মার্কেট প্রাঙ্গণে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় বরগুনার পুলিশ প্রশাসন সামনে থেকে ছাত্র জনতার উপর লাঠিচার্জ করেছে। আমরা বরগুনার পুলিশ, ওসি, এসপি, সবাইকে বলি, আপনারা জনগণের পুলিশ হয়ে উঠুন। যদি জনগণের পুলিশ হয়ে না উঠুন তাহলে আগামীর বাংলাদেশে আপনাদের আর জায়গা হবে না।

সারজিস আলম বলেন, “বরগুনার রাস্তাঘাট দেখে আমাদের একটা জিনিসই মনে পরছিলো—আমরা শুনেছি হাসিনা নাকি দেশের দক্ষিণাঞ্চল উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। কিন্তু কিন্তু আমরা বরগুনায় এসে দেখি বরগুনার রাস্তাঘাট পানিতে ভেসে যাচ্ছে।” 

এনসিপি নেতা বলেন, এবছর ডেঙ্গুতে সারাদেশের মধ্যে বরগুনায় বেশি আক্রান্ত হয়েছে। আমরা খোজ নিয়ে দেখেছি বরগুনার হাসপাতালগুলো একেকটা লুটপাটের কেন্দ্রে পরিণত হয়েছে। হাসপাতালে নাকি ডাক্তার থাকেনা। আগামীর বাংলাদেশে বরগুনায় যারা রাজনীতি করবে তাদের স্পষ্ট করে একটা অঙ্গীকার করতে হবে যে, বরগুনার যোগাযোগ ব্যবস্থা মানুষের মন মত হতে হবে।

সবশেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সমাপনী বক্তব্যের পর অনুষ্ঠান শেষ হয়। এসময় বক্তব্য রাখেন— জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, পার্টির মুখপাত্র সামান্তা শারমিন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

খান নাঈম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর