Logo

সারাদেশ

ফেনীতে গ্যাস সংকটে চরম দুর্ভোগ, পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২০:৪১

ফেনীতে গ্যাস সংকটে চরম দুর্ভোগ, পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

ছবি : বাংলাদেশের খবর

ফেনীতে সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে সিএনজি চালিত অটোরিকশা, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনের চালকরা পড়েছেন চরম ভোগান্তিতে।

৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বেশিরভাগ পাম্পেই ঘণ্টার পর ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল। সোমবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্তও গ্যাস না থাকায় চালকদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

চালকরা জানান, ৫-৭ ঘণ্টা অপেক্ষার পর মাত্র ১৫০-২০০ টাকার গ্যাস মিলছে, যা দিয়ে দুই ঘণ্টাও গাড়ি চালানো যাচ্ছে না। অনেক চালক দিনের অধিকাংশ সময় লাইনে কাটিয়ে আয়-রোজগার থেকে বঞ্চিত হচ্ছেন।

পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের চাপ না থাকায় একাধিক পাম্প বন্ধ রাখতে হচ্ছে কিংবা সীমিত মেশিন চালু রেখে কাজ করতে হচ্ছে। এতে যাত্রী পরিবহনও ব্যাহত হচ্ছে।

বাখরাবাদ গ্যাস কোম্পানির ফেনী এরিয়া ম্যানেজার প্রকৌশলী মনোজ কুমার গাইন জানান, নোয়াখালীর সুন্দলপুর গ্যাসক্ষেত্র থেকে অতিরিক্ত গ্যাস সঞ্চালনের ফলে মাইজদী-ফেনী লাইনে কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর